সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী হাসনাত গনপিটুনিতে নিহত
ফারুক হাসান / বর্তমান বার্তা ডট কম / ০৭ মার্চ ২০১৫/ নারায়ণ গঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজ পুর ইউনিয়নের চর ভাটিবন্দর এলাকায় গতকাল শনি বার বিকাল ৩ টার সময় কুখ্যাত সন্ত্রাসী হাসনাত এলাকায় ত্রাস করা কালিন কয়েকটি গ্রামের জনতা একতাবদ্ধ হয়ে তাকে আটক করে গন পিটুনি দেয় । খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাত্থ্য কমপ্লেক্রে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে । সন্ত্রাসী হাসনাত গত দু বছর আগে প্রতিপক্ষ কবির ও হাবিব নামে দুজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে শির্ষ সন্ত্রাসীর তালিকায় নাম উঠিয়ে একের পর এক চুরি,ডাকাতি,লুন্ঠন,নারী ধর্ষন সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে । তার ভয়ে পিরাজপুর, হাবিবপুর , জৈনপুর,ভাটি বন্দর,সহ কয়েকটি গ্রামের মানুষ আতংকে দিন কাটাত। তার মৃত্যুতে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করে। সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা রয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও সি ) কামরুল ইসলাম জানায় সন্ত্রাসী হাসনাতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এব্যপারে মামলার প্রস্তুতি চলছে ।

Post a Comment
Facebook Disqus