আশরাফুল আলম / বর্তমান বার্তা ডট কম / ০৭ মার্চ ২০১৫ / সোনারগাঁও  থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
আশরাফুল আলম:গতকাল শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোপজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলাবাজার এলাকায় সোনারগাঁও  থানা পুলিশ প্রশাসন ও মঙ্গলেরগাঁও জনকল্যান সমিতির উদ্যোগে সন্ত্রাস, ডাকাতি ও মাদক প্রতিরোধে সচেতনামুলক আইন শৃঙ্খলা   রক্ষায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।  সভায় স্থানীয়  ইউপি সদস্য মজিবুর রহমানের এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূইয়া , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, ইয়াছিন আহম্মেদ, সোনারগাঁও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম ।
 এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের ভুইয়া  বলেন,  এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও মাদক প্রতিরোধ করতে সোনারগাঁও উপজেলা প্রসাসনের পক্ষ থেকে যা যা করণীয় অত্রএলাকার জনসাধারনের চলাচল সুবিধার জন্য রাস্তায় সোলার সিষ্টেম লাইটিং ব্যবস্থা চালু করে সার্বক্ষনিক নিরাপত্তার জন্য পুলিশ প্রসাসনের  সহযোগিতা থাকবে। অন্যান্য বক্তারা আরো বলেন,স্থানীয় মঙ্গলেরগাঁও ,দুধঘাটা, দূর্গাপ্রসাদ, পাচানী সহ অত্র এলাকার গ্রাম গুলোতে এলাকাবাসীদের সহযোগিতায় এবং সোনারগাঁ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জুয়া ও মাদকের স্পট গুলো বন্ধ করতে পাড়লে সব অপরাধ নিমূল করা সম্ভব হবে বলে জানান। উল্লেখ্য বিগত কয়েক দিন আগে পিয়ারনগর  এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে  গ্রেফাতার করে সোনারগাঁও থানা পুলিশ। পুলিশি ভুমিকায় বিশেষ সফলতার জন্য স্থানীয় এলাকাবাসী সোনারগাঁও থানা প্রশাসনিক কর্মকর্তাদের ফুলের মালা দিয়ে বরন করে ধন্যবাদ জানায় ।সভায় বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ভুইয়া ,স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ইঞ্জি: মোক্তার হোসেন, মনিরুজামান পলাশ , সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক,সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আল-আমিন, সোনারগাঁও টাইমস২৪.কম এর সম্পাদক মাসুম মাহামুদ,আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, তাইজউদ্দিন মুন্সী, দেলোয়ার হোসেনপ্রমূখ।এসময় আরো উপস্থিত ছিলেন  জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন ভূইয়া, রেজাউল হক ভুইয়া, বাদল মেম্বার ও সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফুল আলম, সাংবাদিক সামছুল আলম তুহিন, মাহাবুব, নজরুল ইসলাম, আলআমিন,আওলাদ হোসেন প্রমূখ।



Post a Comment

Disqus