বর্তমান বার্তা ডট কম / আন্তর্জাতিক/ ১০ মার্চ ২০১৫/ আর্জেন্টিনারউত্তর-পশ্চিমাঞ্চলে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।হেলিকপ্টার দুটি একটি টেলিভিশন অনুষ্ঠানের চিত্র ধারণ করছিল। রাজধানী বুয়েনস এইরেস থেকে ১,১৭০ কিলোমিটার দূরে ভিলা কাস্টেলি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদেরমধ্যে আটজন ফ্রান্সের
নাগরিক। পাইলট দুজন আর্জেন্টিনার নাগরিক। নিহতদেরমধ্যে কয়েকজন ওই অনুষ্ঠানের প্রতিযোগী।

Post a Comment

Disqus