
স্টাফ রিপোর্টার / বর্তমান বার্তা ডট কম/ খেলা/ ১০ মার্চ ২০১৫ / ভারতেরবিপক্ষে অর্ধশতক করে ফিরে গেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়ামপোর্টারফিল্ড।৩২ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। নায়ালও’ব্রায়ান ৩০ ও অ্যান্ডি বালবারনি শূন্য রানে ব্যাট করছেন। মঙ্গলবারহ্যামিল্টনের সেডন পার্কে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় ভারত।
১৫তম ওভারে ভারতকে ‘ব্রেক থ্রু’ এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। তার বলে লংঅফে অজিঙ্কা রাহানেকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান পল স্টার্লিং। ১৮তম ওভারে সুরেশ রায়নার বলে বোল্ড হয়ে যান এড জয়েস। ৩২তম ওভারে ফিরে যান উইলিয়াম পোর্টারফিল্ড। মোহিত শর্মার হাতে ধরা পড়েন উমেশ যাদব। ভারত দল অপরিবর্তিত রয়েছে। একটি পরিবর্তন এসেছে আয়ারল্যান্ড দলে। অ্যান্ডি ম্যাকব্রায়ানের জায়গায় দলে এসেছেন স্টুয়ার্ট টম্পসন।আগের চার ম্যাচে জয় পেয়েছে ভারত। বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতকে।নিজেদেরচার ম্যাচের তিনটিতে জিতেছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ওসংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে। সহযোগী দেশটি হেরেছে দক্ষিণ আফ্রিকারবিপক্ষে।
Post a Comment
Facebook Disqus