স্টাফ রিপোর্টার /বর্তমান বার্তা ডট কম / খেলা/ ১০  মার্চ ২০১৫ / মাহমুদউল্লাহরইতিহাস গড়া সেঞ্চুরির উপর ভর করে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টস হেরে ব্যাটকরতে নেমে শেষ পর্যন্ত ২৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়েন মর্গ্যানেরদলকে ২৭৬ রানের লক্ষ্য দিয়েছে তারা। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ করেন ১০৩রান।এর আগে ব্যাট করতে নেমে
দলীয় ৮ রানে ইমরুল কায়েস ও তামিমইকবালের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এর পর দলের হাল ধরেন সৌম্য সরকারআর মাহমুদউল্লাহ। দুজনে মিলে ৮৬ রানের জুটি করে প্রথমিক বিপর্যয় কাটিয়েতোলেন। আউট হওয়ার আগে সৌম্য ৪০ আর সাকিব করেন ২ রান। এরপরমুশফিককে সাথে নিয়ে ১৪১ রানের জুটি গড়ে তোলেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগেমুশফিক করেন ৮৯ রান। শেষ দিকে সাব্বির ১৪ রান করলে ২৭৬ রানের লক্ষ্যদাঁড়ায় ইংলিশদের সামনে। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন নেন ২ উইকেট।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ : ২৭৫/৭, ওভার ৫০ (মাহমুদউল্লাহ ১০৩, মুশফিকুর ৮৯, সৌম্য ৪০, তামিম ২, সাকিব ২; অ্যান্ডারসন ২/৪৫)বাংলাদেশদল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্যসরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরাফাত সা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।ইংল্যান্ড দল : ইয়ন মর্গান (অধিনায়ক), মঈন আলী, ইয়ান বেল, হালেস, জো রুট, টেলর, বাটলার, ওয়াকেস, জর্ডান, ব্রড ও অ্যান্ডারসন। আগেরচার ম্যাচে বাংলাদেশের জয় দুটি। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযানশুরু করা দলটি হারায় স্কটল্যান্ডকেও। শ্রীলঙ্কার কাছে হারে মাশরাফি বিনমুর্তজার দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।ইংল্যান্ডআগের চার ম্যাচে জিতে একটিতে। স্কটল্যান্ডকে হারায় তারা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারে ইংল্যান্ড।

Post a Comment

Disqus