![]() |
| নায়কেরসঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলেছেন নায়িকারাও। |
আকাশ /বর্তমান বার্তা ডট কম / বিনোদন/ ১০ মার্চ ২০১৫ / নায়কেরসঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলেছেন নায়িকারাও। সঞ্জয়লীলা বনশালীর আপকামিংছবি ‘বাজিরাও মাস্তানি’-তে বাজিরাও সাজতে ১৭ কেজি ওজনের বর্ম গায়েচাপিয়েছিলেন রণবীর সিং। এবার তাঁকে টেক্কা দিয়ে একই ছবিতেই ২০ কিলোর ওজনেরবর্ম গায়ে পরলেন দিপীকা পাডুকোন।
ঘনিষ্ঠ সূত্রের খবর, “একটি যুদ্ধেরদৃশ্যের শুট করার জন্য তাঁকে এত ভারি ওজনের বর্মটি পরতে হয়েছে। তবে এইদৃশ্যটির জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন এই বলিসুন্দরী। তবেএকথা কারও জানতে বাকি নেই, পরিচালক সঞ্জয় মানে রাজকীয় ব্যাপার।সর্বক্ষেত্রে তাঁর চাই পারফেক্শন। তা সে নায়িকার পোশাক হোক আর নায়কের। এরআগের ছবি ‘রামলীলা’তে দীপিকাকে তিনি ৩০ কেজি ওজনের একটি লেহেঙ্গাপরিয়েছিলেন তিনি। আর এবার পরালেন ২০ কেজির বর্ম। এই ছবিতেবাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী মাস্তানির চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপিকা।ছবির গল্প বাজিরাও-মাস্তানির প্রেমকাহিনি। তবে এই ছবিতে পেশওয়ারের প্রথমস্ত্রী কাশীবাউয়ের ভূমিকায় দেখা যাবে বলিউডের আরেক সুন্দরী প্রিয়াঙ্কাচোপড়াকে।

Post a Comment
Facebook Disqus