বলিউডেরজনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।


বর্তমান বার্তা ডট কম / বিনোদন/১০ মার্চ ২০১৫ / ভারতেরপ্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চান বলিউডেরজনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। নিজের নতুন ছবি ডার্টি পলিটিক্সএর প্রচারণা করতে গিয়ে এ ইচ্ছার কথা জানালেন তিনি। এবিষয়ে মল্লিকা বলেন, ‘বায়োপিক খুবই চ্যালেঞ্জিং। আমি এ ব্যাপারে খুব
একটাচিন্তাভাবনা করিনি। কিন্তু সুযোগ পেলে আমি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়করতে পারলে খুশি হব। তিনি আরও বলেন, ‘আমি বায়োপিক ভাগ মিলখা ভাগ খুব উপভোগ করেছি। আর এই সিনেমা আমাকে প্রভাবিতও করেছে।’‘ডার্টিপলিটিক্সনিয়ে মল্লিকা বলেন, ‘আমার আশা, ডার্টি পলিটিক্স আমার সামনে দরজাখুলে দেবে। আমি সামনের দিনগুলোতে ব্যস্ত হয়ে পড়বো।

Post a Comment

Disqus