বর্তমান বার্তা ডট কম / বিনোদন/ ১০ মার্চ ২০১৫ / রিকিয়ামাসুদো পরিচালিত হরর ছবি দ্য স্টোরি অব সামারাএখন মুক্তির অপেক্ষায়।ছবিটি আগামী মে মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এটি প্রযোজনাকরেছে ভারটেক্স প্রডাকশন।আগামী সপ্তাহেই ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সরে জমা দেয়া হবে।দেশেরইতিহাসে হরর ও সায়েন্স
ফিকশন ধরনের ছবি হিসেবে দ্য স্টোরি অব সামারাপ্রথম প্রদর্শন হবে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ।ছবির কাহিনীতে দেখা যাবে, ভিন্ন গ্রহ থেকে আসাঅশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। তার হাত থেকে বাঁচতে পৃথিবীর পাঁচ তরুণমিলিত হয় তাদের পঞ্চশক্তি নিয়ে। মোকাবেলা করে অশুভ শক্তিকে।

Post a Comment

Disqus