
হলো- মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিতপাগল তোর জন্য রে, মো. আব্দুল হালিম প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিতকিছু আশা কিছু ভালবাসা, শাহ আলমগীর বাচ্চু প্রযোজিত ও অপূর্ব রানা পরিচালিতখুনী বিল্লাএবং খোরশেদ আলম খসরু প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিতনগদ।এগুলোর মধ্যেপাগল তোর জন্য রেওকিছু আশা কিছু ভালবাসাচলচ্চিত্র দুটি থেকে সেন্সরবোর্ডের বাদ দেওয়া দৃশ্য সংযোজন করে জাতীয়চলচ্চিত্র পুরস্কার এর বিবেচনার জন্য সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃকজমা দেওয়া হয়। জুরি বোর্ডের সদস্যরা পরীক্ষণকালে এ চলচ্চিত্র দুটিতে বাদদেওয়া দৃশ্য দেখতে পান।অপরদিকেখুনী বিল্লাওনগদচলচ্চিত্র দুটিকে বাদ দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সেন্সরবোর্ডেরছেটে ফেলা দৃশ্য ও সেন্সরবিহীন অশ্লীল দৃশ্য সংযোজন করে প্রেক্ষাগৃহেপ্রদর্শন এবং অননুমোদিত পোস্টার ও ফটোসেট ব্যবহার করে প্রচারণা চালানো হয়।
Post a Comment
Facebook Disqus