বাদল /বর্তমান বার্তা ডট কম / বিনোদন/ ১০ মার্চ ২০১৫ / এতদিন গুঞ্জন ছিল সালমানের সঙ্গে অভিনয়ে রাজি নন দীপিকা। গুঞ্জন আরও জোড়ালো হয় যখন শোনা যায় সালমানেরকিকসিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা। কিন্তু এ সকল গুজবউড়িয়ে দিয়েছেন সালমান এবং দীপিকা দুজনই। অবশেষে জুটি হয়ে
বলিউডের রুপালিপর্দায় আসছেন এ দুই অভিনয় শিল্পী। পরিচালক আলী জাফরেরসুলতানসিনেমায় দেখা যাবে এ জুটিকে। এমনটাই খবর প্রকাশ করেছে ভারতীয় একটিসংবাদমাধ্যম। এ বছর সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও সালমানের অন্য দুইসিনেমাপ্রেম রতন ধন পয়োএবংবাজরাঙ্গি ভাইজানএর জন্য এ সিনেমার কাজ পিছিয়ে গেছে বলে জানিয়েছেন সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। এদিকে জানা যায় সিনেমাটিতে সালমানের বিপরীতে ক্যাটরিনা কাইফের অভিনয়ের কথা ছিল। কিন্তু পরিচালক পরবর্তীতে দীপিকাকে বেছে নেন। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানান, ‘করণ জোহরেরশুদ্ধিসিনেমায় সালমান এবং দীপিকার অভিনয়ের কথা ছিল। কিন্তু তিনি (দীপিকা)সিনেমাটি করতে পারেননি। তিনি এর মধ্যে শাহরুখের বিপরীতে তিনটি সিনেমাকরেছেন এবং সালমানের বিপরীতে সিনেমা করার জন্য মুখিয়ে আছেন।’   সংবাদমাধ্যমটির খবরে আরও জানা যায় কয়েকদিন আগে সালমান সিনমাটির স্ক্রিপ্ট পড়েছেন এবং সিনেমাটির ব্যাপারে তিনি খুবই আগ্রহী। বর্তমানেবলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের একজন দিপীকা। বলিউড বক্স অফিসে ১০০ কোটিআয় করা সিনেমার নায়িকাদের মধ্যে তার অবস্থান শীর্ষে। অন্যদিকে সালমান মানেইযেন বক্স অফিসে ১০০ কোটি। তাই দিপীকা-সালমান জুটিকে এক সঙ্গে পর্দায় দেখারআশা ব্যক্ত করতেই পারেন তার ভক্তরা।

Post a Comment

Disqus