ভারতীয় বোলিংয়ে চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ




স্টাফরিপোটার/বর্তমানবার্তাডটকম/   মার্চ ২০১৫/ভারতের প্রথম শিকার হলেন ডোয়াইন স্মিথ । প্রথম ওপেনিংয়ে পার্টনারশিপে ২৯ বলে ৮ রান করার পর পরই মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে আউট হয়ে যান রামদিন ।


শুরুতে ক্যারিবীয়ানরা ধীর গতিতে রান করলেও ভারতের বোলিংয়ের চাপে অস্বস্তির মধ্যে পড়েছে ক্যারিবীয়ানরা । ডোয়াইন স্মিথের আউট হওয়ার পর আবার রান আউটের শিকার হন মারলন স্যামুয়েলস । এর কিছুক্ষণ পরে আবার উমেশ যাদব এর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন ক্রিস গেইল ।
টসে জিতে পুল ‘বি’র এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এগারোতম বিশ্বকাপের ২৮তম ম্যাচে অস্ট্রেলিয়ার পার্থে মুখোমুখি হছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

এখন ক্রিজে আছেন সিমন্স ৩*(১), হোনাথন কারটার ০*(১)
ও.ইন্ডিজ: ৪৩/৪ (ওভার ১১.২)
আইসিসি বিশ্বকাপ ২০১৫

ও.ইন্ডিজ - ভারত

স্কোরঃ
ও.ইন্ডিজ ৩৮/৪
প্রতিপক্ষ :ভারত

Post a Comment

Disqus