মন্ত্রিসভার বৈঠকে গতকাল (রোববার) তিনি এ আহ্বান জানান। ড. রহানি বলেন, অর্থনীতির ইতিবাচক উন্নতি হলে ব্কোরত্ব ও দারিদ্রের মতো নানা সমস্যার সমাধান হবে। মন্দা থেকে রক্ষার জন্য নেয়া অর্থনৈতিক নীতিগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়ের তৎপরতার প্রশংসা করেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান নেতিবাচক প্রবৃদ্ধি থেকে দূরে রয়েছে বরং গত কয়েক মাস ধরে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে যদিও তা ২০২৫ সালের মধ্যে যে লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা নেয়া হয়েছে তা থেকে এখনো অনেক দূরে।
২০০৫ সালে ওই লক্ষ্যমাত্রা ঠিক করা হয় এবং পরিকল্পনার খসড়ায় বলা হয়েছে, জাতীয় অর্থনীতি, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে দেশকে আগামী দু দশকের মধ্যে সম্পূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে। এছাড়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে এক নম্বর দেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এর আলোকে ২০১০ সালে সর্বশেষ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা নেয়া হয়।
Post a Comment
Facebook Disqus