হলিউডে সিনেমা করে বাড়তি খরচ নিজের পকেট থেকে জোগাতে হয়েছে: ইরফান
বাদল / বর্তমান বার্তা ডট কম / ০২ ,মার্চ ২০১৫ / বলিউডপাড়া ছাড়িয়ে হলিউডেও বেশ ব্যস্ত সময় কাটান অভিনেতা ইরফান খান। সম্প্রতি অস্কারজয়ী অভিনেতা টাম হ্যাঙ্কস এর সঙ্গে একটি সিনেমা করেছেন। দুই বিনোদন জগতে ভিন্ন ঘরানার ছবিতে সমানতালে কাজ যাচ্ছেন এই অভিনেতা।ইরফান বলেন, বলিউড তারকাদের মনে একটা খায়েশ থাকে হলিউডের বিশাল দুনিয়ায় পা রাখা। এ সুযোগ আমার হয়েছে। তবে অনেকেই মনে করেন ওখানে সিনেমা করে আমি অনেক অর্থ উপার্জন করছি। আসলে তা মোটেও নয়। ওখানে যা কামিয়েছি তা ওখানেই শেষ করে এসেছি। বরং বাড়তি খরচ নিজের পকেট থেকে জোগাতে হয়েছে। তবে ওখানে কাজ করা আমার জন্যে বড় সুযোগ। এর মানে এই নয় যে, সেখানে ক্যারিয়ার গড়তে হবে।
অনেকেই মনে করছেন, প্রচার ও প্রসার পেতে হলিউডে ধর্না দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে ইরফান সংবাদমাধ্যমকে জানান, বলিউডের খুব অভিনেতা-অভিনেত্রী সেখানে কাজ করতে পেরেছেন। তবে সেখানে শুধু অভিনয়ের জন্যেই নয়, কলাকূশলীদের জন্যেও দ্বার খোলা রয়েছে। এখন হলিউড প্রতিভার অনুসন্ধানে বলিউডের দিকে চোখ রাখছে। তবে আমি সেখানে কাজ করে বুঝতে পেরেছি, ভবিষ্যত প্রজন্ম বিস্তর সুযোগ তৈরি করতে পারবে সেখানে।
অন্যান্য দেশের সিনেমার ক্ষেত্রেও মতামত তুলে ধরেছেন ইরফান। চাইনিজ বা কোরিয়ান সিনেমা আন্তর্জাতিক বাজারে বেশ জনপ্রিয় হচ্ছে। ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে সমস্যা কোথায়? ইরফানের মতে, এসব চলচ্চিত্র কেবলমাত্র ভারতীয় দর্শকদের কথা চিন্তা করেই তৈরি করা হয়। তবে ভবিষ্যত প্রজন্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় এমন ছবি বানাবে।
এদিকে, বলিউডে আবার কাজ শুরু করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রায়। আর তার প্রথম ছবিতেই রয়েছেন ইরফান। অমিতাভ বচ্চন বা দীপিকা পাড়ুকোনের সঙ্গেও বেশ ভালো খাতির রয়েছে তার। 'ভিকি ডোনার (২০১২)' এর মতো ছবি তার কাছে দারুণ কাহিনী। এমন বৈচিত্র্যপূর্ণ ছবিতেই কাজ করতে ইচ্ছুক তিনি।

Post a Comment

Disqus