
বর্তমান বার্তা ডট কম/ ১৪ মার্চ ২০১৫ / আধিপত্য বিস্তার ও ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একপক্ষ অপরগ্রুপের এক ছাত্রকে কুপিয়ে আহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কর্তৃপক্ষ কলেজ ছুটি ঘোষনা করে।
জানাগেছে, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রলীগের পিঞ্জর গ্রুপ ও সজিব গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৭ মার্চ দু’গ্রুপই সংসদের দখল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু বিষয়টি সমঝোতা করেন। গতকাল শনিবার সকালে পিঞ্জর গ্রুপ আবারো সংসদ দখলের চেষ্ঠা করলে সজিব গ্রুপ তাদের ধাওয়া করে। পরে পিঞ্জর গ্রুপ সংঘবদ্ধ হয়ে সজিব গ্রুপকে পাল্টা ধাওয়া দিলে পুরো কলেজ ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কলেজ ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ। পরে সজিব গ্রুপের কর্মীরা পিঞ্জর গ্রুপের শান্ত মিয়াকে কুপিয়ে জখম করে। মারাত্মক আহত অবস্থায় শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু জানান, ঘটনাটি কলেজ ক্যাম্পাসের বাইরে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কলেজ ছুটি ঘোষনা করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, কলেজে সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Post a Comment
Facebook Disqus