বর্তমান বার্তা ডট কম/ ১৪ মার্চ ২০১৫ / মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্থা এলাকায় গতকাল শনিবার দুপুরে দশ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে মন্ত্রীর গাড়ি সহ কয়েক শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে এলাবাসীরা অবরোধ তুলে নেয়।
জানাযায়, পিরোজপুর ইউনিয়নের রতনপুর মোহাম্মদপুর গ্রামের মৃত নায়েব আলী ওরফে কালাই মিয়ার ছেলে ১২টি হত্যা মামলার আসামি আবুল হাসনাত গত ৭ মার্চ শনিবার  গণপিটুনীতে নিহত হয়। ঘটনার ৪দিন পর সন্ত্রাসী হাসনাতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ১৫ জন নিরীহ গ্রামবাসীকে আসামী করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা করে হয়রানী করার প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে ১০ গ্রামের প্রায় কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটে রেলমন্ত্রী মুজিবুল হকের গাড়িসহ শত শত যানবাহন আটকা পড়ে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হাসনাত হত্যার মামলায় নিরীহ লোকদের আসামী করায় এলাকাবাসীরা মহাসড়ক অবরোধ করে। পুলিশ সুষ্ঠ তদন্তের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

Post a Comment

Disqus