শিরোনাম
স্টাফরিপোটার/বর্তমানবার্তা/ 2 ফেব্রুয়ারি২০১৫ঃ
বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না তা জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর।আজ সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়ে সোয়া ২টায় শেষ হয়।
বৈঠক শেষে জয়শঙ্কর বলেন, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক) এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।
দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে, এরপর প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি এবং পরে সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।
Post a Comment
Facebook Disqus