শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে বাংলাদেশ স্নায়ু চাপে ছিলো: রিচার্ড হ্যালসল


স্টাফরিপোটার/বর্তমানবার্তা/   2ফেব্রুয়ারি২০১৫ঃ
শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ নিয়ে বাংলাদেশ অনেক স্নায়ু চাপে ছিলো বলে ক্রিকেটাররা মাঠে বাজে ফিল্ডিং করেছে বলে মনে করেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে মাশরাফি-মুশফিকরা ঘুরে দাঁড়াবেন বলে আশা করেন তিনি।
নিউজিল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো আজ স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এসব কথা জানান রিচার্ড। পরবর্তী ম্যাচগুলোতে ক্রিকেটারদের মানসিকভাবেও আরো কিছুটা উন্নতি করতে হবে বলে মনে করেন হ্যালসল।
পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে ক্যাচ হাতছাড়া না হলে অন্যরকম ফলাফল হতে পারতো বলেও জানান তিনি।
- See more at: http://www.bd24live.com/bangla/article/28783/index.html#sthash.cymqzecu.dpuf

Post a Comment

Disqus