স্টাফরিপোটার/বর্তমানবার্তা/ 2 ফেব্রুয়ারি২০১৫ঃ
পাহাড় সমান চাপ নিয়ে কাল ওয়ানডে ক্যারিয়ারে নিজের শততম ম্যাচ খেলতে মাঠে নামছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। মুখিয়ে আছেন এ ম্যাচের মাধ্যমেই আপন চেহারায় ফিরতে।ম্যাচটিকে সামনে রেখে স্টেইন তার টুইটার বার্তায় লিখেছেন, বিশাল একটি চাপ আমাকে তাড়া করছে। আমার অনুরোধ ম্যাচটি উপভোগ করুন। আমি যেন এই চাপ থেকে মুক্তি পেতে পারি।
তাকে নিয়ে একই রকম আশংকার মধ্যে রয়েছেন সতীর্থ ক্রিকেট তারকা ফাফ ডু প্লেসিস। তিনি টুইট করেছেন, আগ্রাসী পাহাড়ের মত আগুন আমার নতুন ঘরের কাছে বাসা বেধেছে। আশা করি ব্যাপক ধ্বংস্তুপে পরিণত করার আগেই তারা এই আগুন থামাতে সক্ষম হবে।
ক্যানবেরা মানুকা ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেল স্টেইনের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহুর্তে তার পরিবর্তে হাজির হন ফারহান বেহারদিয়েন।
বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে ফ্লু থেকে মুক্তি পেয়েছেন ৩১ বছর বয়সী স্টেইন। কিন্তু জ্বর থেকে মুক্তি পাওয়া এই পেসার বিশ্বকাপে তাদের প্রথম তিন ম্যাচ থেকে খুব একটা সুবিধা আদায় করতে পারেননি। জিম্বাবুয়ে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্টিত ম্যাচ তিনটির প্রতিটি থেকে তিনি মাত্র একটি করে উইকেট আদায় করতে সক্ষম হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করতে হলে আধুনিক ক্রিকেটের আগ্রাসী ক্রিকেটার হিসেবে পরিচিত স্টেইনকে রুদ্র মুর্তিতে ফিরে আসতে হবে। বেহারদিয়েনের বিশ্বাস, পাহাড় সম চাপ তাদের আভিষ্ট লক্ষ্য পূরণে বাধা হতে পারবে না। হয় স্টেইন, নতুবা ডু প্লেসিস এক দিনের ক্রিকেটের সম্মানটি তাদের জন্য ছিনিয়ে আনতে সক্ষম হবেন।
তিনি বলেন, এটি ঠিক যখন আপনি কিছুটা পথভ্রষ্ট হবেন তখন সেটি আপনাকে আক্রান্ত করবে। কিন্তু এখন আমাদের ভাল দর্শক সমর্থন রয়েছে। আশপাশের চিরচেনা সমর্থক, বন্ধু এবং পারিবারিক সদস্যদের সবাইকে আমরা সাথে পাচ্ছি। আমরা যদি তাদের কাছ থেকে এতটুকু অনুপ্রেরনা লাভ করতে পারি, তাহলে হয়তো সফল হতে পারব। তবে আমি মনে করিনা স্টেইন ও ফাফের এই মুহুর্তে কোন সমস্যা আছে। বিশ্বকাপটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আসলেই এটি বেশ গুরুত্বপূর্ণ।
অভিষেক হওয়ার ১০ বছর পর শততম ওয়ানডে ম্যাচে অংশ নিতে যাচ্ছেন স্টেইন। বেহারদিয়েন বলেন যে ঘরোয়া ক্রিকেটে তাকে প্রায়ই স্টেইনের বলের মোকাবেলা করতে হয়েছে। এখন তাকে সতীর্থ হিসেবে পেয়ে তিনি বেশ স্বস্তিতে আছেন। প্রোটিয়া এই অল রাউন্ডার বলেন, পরিপূর্ণ ফর্মে থাকা অবস্থায় স্টেইনের বলের মোকাবেলা করাটা খুব একটা সহজ ব্যাপার নয়।
তিনি বলেন, গত দশ বছর ধরে আমরা দেখে আসছি তার অসাধারণ পারফর্মেন্স। তিনি টেস্টে এক নম্বর বোলার। যে কোন খেলোয়াড়ের জন্যই শততম ম্যাচ খেলাটা দারুন একটি অর্জন। আশা করি জয়ের মাধ্যমে আমরা তার শততম ম্যাচটি উদযাপন করতে পারব। আগামীকালের ম্যাচে আমরা সর্বশক্তি দিয়েই লড়াই করব।
২০০৪ সালের ডিসেম্বরে স্টেইন টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হলেও ওয়ানডে ম্যাচে তার অভিষেক ঘটেছে ৮ মাস পর
। ৭৮টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে তিনি এ পর্যন্ত ৩৯৬ টি উইকেট সংগ্রহ করেছেন। আর ৯৯টি ওডিআই ম্যাচ থেকে তার সংগ্রহ ১৫৪টি উইকেট। - See more at: http://www.bd24live.com/bangla/article/28888/index.html#sthash.VtDR1UkX.dpuf
Post a Comment
Facebook Disqus