চুম্বন দৃশ্যে শাকিব ও পরীমনি
শাকিব খানের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করলেন আলোচিত নায়িকা পরীমনি।
স্টাফ রিপোটার/বর্তমান বার্তা/ ২ ফেব্রুয়ারি ২০১৫ঃ খানের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করলেন আলোচিত নায়িকা পরীমনি। এসএ হক অলিক পরিচালিত আরোভালোবাসবোতোমায়  সিনেমার একটি গানে অন্তরঙ্গভাবে দেখা যাবে শাকিব ও পরীকে।
রাঙামাটি ও বান্দরবানসহ বেশ কিছু লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ চলছে। ফ্রেমবন্দী করা হয় শাকিব-পরীর কিছু অন্তরঙ্গ দৃশ্য। সেখানে তোলা শাকিব-পরীর চুম্বনরত একটি দৃশ্যের স্থিরচিত্র সংবাদমাধ্যম ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিনেমাটিতে চুম্বন দৃশ্য থাকছে কিনা- জানতে চাইলে নির্মাতা এস এ অলিক সোমবার সংবাদিকদের বলেন, এটিএকটিরোমান্টিকধাঁচেরগল্পফলেরোমান্সটাকেবোঝানোরজন্যকিছুঅন্তরঙ্গদৃশ্যথাকছেকিন্তুসেখানেআয়োজনকরেচুম্বনদৃশ্যরাখাহচ্ছেনাগানেরমাঝেইকিছুজায়গায়হয়তঅন্তরঙ্গভাবেশাকিব-পরীকেদেখতেপাবেনদর্শক
চুম্বন দৃশ্য শাকিব খান-পরীমনি জুটির জন্য নতুন কিছু নয়। এর আগে শফিক হাসান পরিচালিত ধূমকেতু চলচ্চিত্রে চুম্বন দৃশ্যে অভিনয় করেন তারা। গত বছরের জুন মাসে রাজধানীর অদূরে পূবাইলে শাকিব খানের বাড়িতে দৃশ্যটি ধারণ করা হয়। ধূমকেতু এখনো মুক্তি পায়নি।
ওই দৃশ্য প্রসঙ্গে সে সময় পরীমনির বক্তব্য ছিল- সিনেমারগল্পেরপ্রয়োজনেইঅন্তরঙ্গদৃশ্যেঅভিনয়করতেহয়েছে

Post a Comment

Disqus