![]() |
| অবশেষে ৯ মার্চ মুখোমুখি হচ্ছেন মমতা-মোদী |
স্টাফ রিপোটার/বর্তমান বার্তা/ 2 ফেব্রুয়ারি ২০১৫ঃ অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে মুখোমুখি হননি মমতা। অবশেষে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ তিনি। আগামী ৮ মার্চ মার্চ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। রাজ্যের ঋণ মকুবের দাবি যে জানানো হবে, তা আগেই জানিয়েছিলেন তিনি। তবে এই বৈঠক রাজ্যে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে কখনই দেখা করেননি। অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকী কংগ্রেস ও বাম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও দেশের নতুন প্রধানমন্ত্রীকে হয় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন নয়তো দেখা করতে গিয়েছিলেন। যাননি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে মোদী সম্প্রতি বৈঠক করলেও সেখানে গরহাজির ছিলেন একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
শুধুমাত্র গত ডিসেম্বরে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মানে রাষ্ট্রপতি ভবনে মুখোমুখি হন মোদী এবং মমতা। দুজনই একে অপরকে করজোড় করে প্রণাম জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। ব্যাস ওই পর্যন্তই।
কিছুদিন আগেই নিজের ফেসবুক পেজে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন। ঋণ মকুবের আর্জি জানিয়ে ইতিমধ্যে তিনি একটি চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরে।

Post a Comment
Facebook Disqus