মাহমুদউল্লাহর শতকে ইংলিশদের চ্যালেঞ্জিং টার্গেট দিলো টাইগাররা
বাদল / বর্তমান বার্তা ডট কম / ০৯ মার্চ ২০১৫/মাহমুদউল্লাহ শতকে ইংলিশদের চ্যালেঞ্জিং টার্গেট দিলো মাশরাফির দল। টাইগাররা ইংলিশদের সামনে ২৭৬ রানের টার্গেট দিয়েছে। নির্ধারিত ৫০ ওভার শেষে মাহামুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে এ রান সংগ্রহ করে টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান মাহামুদুল্লাহ রিয়াদ। আর তৃতীয় শতকের অপেক্ষায় থেকে মুশফিক ফেরেন ৮৯ রান করে। তবে, দু’জন মিলে ১৪১ রানের বড় জুটি গড়েন।
অ্যাডিলিড়ে ব্যাট করতে নেমে ৮ রানের মধ্যেই দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস বিদায় নেন। এর পর দলের বিপর্যয়ে সৌম্য সরকারকে নিয়ে হাল ধরেন মাহমুদুল্লাহ। ৮৬ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন তিনি। রিয়াদ ১১৩ ম্যাচে ৩২.৪০ গড়ে করেছেন ২২৩৬ রান। বল হাতে ১০০ ম্যাচে নিয়েছেন ৬৮ উইকেট।
গ্রুপ এ তে ৪ খেলায় মাত্র ২ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে টিকে থাকার জন্য আজকের ম্যাচটি তাই ইংলিশদের বাঁচা-মরার লড়াই। আর ইংল্যান্ডকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে টাইগাররা। কারণ ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেডে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি শুরু হয়। এর আগে টস জিতে বাংলাদেশ ব্যাট করে ২৭৬ রানে টার্গেট দেয় ইংলিশদের।
আইসিসি বিশ্বকাপ ২০১৫
অস্ট্রেলিয়া - ইংল্যান্ড
স্কোরঃ
বাংলাদেশ ২৭৫/৭ (ওভার ৫০) মাহমুদউল্লাহ রিয়াদ ১০৩(১৩৮), মুশফিকুর রহিম ৮৯(৭৭), সৌম্য সরকার ৪০(৫২)
প্রতিপক্ষঃ ইংল্যান্ড
টার্গেটঃ ২৭৬


Post a Comment

Disqus