ডি মারিয়াকে ছেড়ে দিতে চলেছে ম্যান ইউ
রাহাত / বর্তমান বার্তা ডট  কম / ০৯ মার্চ ২০১৫ /  অ্যাঞ্জেল ডি মারিয়াকে কি ছেড়ে দিতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড? এমন জল্পনাই ঘোরাঘুরি করছে ওল্ড ট্রেফোর্ডের আনাচে-কানাচে৷ চলতি মরশুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইপিএল-এর ক্লাবে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার৷ কিন্তু ম্যান ইউ-র জার্সি গায়ে নজর কাড়তে পারেননি তিনি৷ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যে পারফরম্যান্স দেখিয়ে ছিলেন তিনি, তার ছিটে ফোঁটাও ক্লাবকে দিতে পারেননি তিনি৷
তাই তাঁকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন ক্লাবকর্তারা৷ ডি মারিয়াকে ছেড়ে দিলে বিশাল অঙ্কের অর্থ বেঁচে যাবে ম্যান ইউ-র৷ সেই অর্থ দিয়েই আগামী মরশুমে রিয়াল তারকা গ্যারেথ বেলকে দলে পেতে ঝাঁপাতে পারে রেড ডেভিলস৷


Post a Comment

Disqus