মোদি-মমতা বৈঠক আজ, উঠবে বাংলাদেশ প্রসঙ্গ
রাব্বি আল ফাহাদ / বর্তমান বার্তা ডট কম / ০৯ মার্চ ২০১৫ /  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে‌ আজ সোমবার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিধায়ক ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে তিস্তা চুক্তি, ছিটমহল বিনিময়, ১৯ ফেব্রুয়ারি মমতার বাংলাদেশ সফর ছাড়াও পশ্চিমবঙ্গের আর্থিক ঋণ এবং রাজ্য ও কেন্দ্রের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠকে মোদির বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হবে। মোদি ‌‌বাংলাদেশ সফরে মমতাকে সফরসঙ্গী হিসেবে চান বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই মমতার সঙ্গে মোদির প্রথম বৈঠক। এদিকে, আনুষ্ঠানিক বৈঠক না হলেও দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্মানে নৈশভোজে মমতার সঙ্গে মোদির দেখা হয়।
এদিকে, মোদির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷। ওই বৈঠকেও ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় চুক্তি নিয়ে কথা হবে। কারণ ছিটমহল বিনিময় চুক্তিতে সম্মতি জানিয়ে পশ্চিমবঙ্গের ছিটমহল এলাকার উন্নয়নের জন্য পরিকাঠামো তৈরি করতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন মমতা। সেসব বিষয় নিয়েও আলোচনা করবেন মমতা-জেটলি।
- See more at: http://www.bd24live.com/bangla/article/30009/index.html#sthash.TIUWGla4.dpuf

Post a Comment

Disqus