সূত্রের খবর, সংস্থাটি ইতিমধ্যে নয়া এই মোবাইল তৈরির কাজ শুরু করে দিয়েছে৷ জানা গিয়েছে, নয়া অ্যাপেল ফোনটি জলের ভিতরে ও বাইরে সমানভাবে কাজ করতে সক্ষম৷ পাশাপাশি জানা গিয়েছে, নয়া এই মডেলে থাকবে ২১ মেগাপিক্সেল ক্যামেরা৷আইফোনের গড়পড়তা সব ফিচারের আমূল পরিবর্তন করা হতে পারে নয়া ফোনটিতে, এমনটাই সূত্রের খবর৷
তবে এ ব্যাপারে অবশ্য সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয় নি৷ কবে নাগাদ নয়া এই আইফোনটি বাজারে আনা হবে তাও গোপন রাখা হয়েছে৷ যদিও নয়া আইফোন কতটা জনপ্রিয়তা পাবে তা নিয়ে ধন্দ রয়েছে কারণ, স্যামসাং ও সোনি-র মতো সংস্থা অনেক আগেই ওয়াটারপ্রুফ মডেলের স্মার্টফোন বাজার এনেছে৷
Post a Comment
Facebook Disqus