
স্টাফ রিপোর্টার / বর্তমান বার্তা ডট কম / খেলাধুলা/ ০৯ মার্চ ২০১৫/ ৮ রানেই ফিরে গেলেন দুই ওপেনার বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচের ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ ব্যাটিং করতে নেমে দলীয় ৩ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন ওপেনার ইমরুল কায়েস। এর পরদলীয়৮রানের মাথায়ক্যাচ আউট হয়ে চলে গেলেন তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে৮রানে২উইকেট। বাংলাদেশ দলে মূল একাদশে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। অন্যদিকে নাসিরের পরিবর্তে নেয়া হয়েছে স্পিনার আরাফাত সানিকে।
Post a Comment
Facebook Disqus