ফারুক হাসান / বর্তমান বার্তা ডট কম / ১১ মার্চ ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেহাকৈর এলাকায় প্রথম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্ঠা চালিয়েছে এক পাষন্ড লম্পট। বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর পরিবার। প্রভাবশালীরা তাদের এলাকা ছাড়া করার জন্য পায়তারা চালাচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, গত ৪ মার্চ উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী (৭) কে একই এলাকার লম্পট হারুন মিয়া চকলেট কিনে দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ওই ছাত্রীর আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে লম্পট হারুন চলে যায়।
ওই ছাত্রীর মা জানায়, আমার মেয়েকে হারুনের ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্ঠা চালায়। তারা প্রভাবশালী হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও এলাকা ছাড়া করার চেষ্টা চালাচ্ছে। তিনি জানায়, থানায় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি এই নরপশুর শাস্তি দাবি করছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

Post a Comment

Disqus