![]() |
| নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যার চেষ্টা ডিসি, এসপিকে স্মারকলিপি দিলেন সাংবাদিকরা |
ফারুক হাসান/ বর্তমান বার্তা ডট কম / ১১ মার্চ ২০১৫/ সংবাদ প্রকাশের জের ধরে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মানবজমিন পত্রিকার সাংবাদিক নূরুজ্জামান মোল্লার সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং সাংবাদিকদের জীব
নের নিরাপত্তা চেয়ে গতকাল নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। গতকাল সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় ক্লাবে জরুরী এক সভা অনুষ্ঠিত হয়। এক মাসের মধ্যে দুই দফায় সাংবাদিক নূরুজ্জামান মোল্লার উপর হামলার ঘটনায় সভায় উপস্থিত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে বিষয়টি লিখিত ভাবে ডিসি ও এসপিকে জানাতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা কুড়িপাড়া এলাকার চিহিৃত সন্ত্রাসী পরিবারের সন্ত্রাসী তুহিন ও লাঙ্গলবন্দ এলাকার সন্ত্রাসী জীবনসহ মামলার আসামীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি জানিয়েছেন।

Post a Comment
Facebook Disqus