ফারুক হাসান / বর্তমান বার্তা ডট কম / ১১ মার্চ ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক গ্রামের ব্যবসায়ী রুহুল জামিল হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ফাসিঁর দাবিতে অবস্থান কমসূচি ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসীরা। বুধবার উপজেলার বিজয়স্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়। পরে দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
নিহতের চার বছরের কন্যা ফৌজিয়া আক্তার ইনান ও দুই মাসের শিশু সন্তান সারা জামিল সিফা উপস্থিত থেকে তাদের পিতা হত্যার বিচার চেয়েছেন চোখের জল ফেলে।
এসময় বক্তব্য দেন, নিহত ব্যবসায়ী রুহুল জামিলের মা রওশন বানু, স্ত্রী সালমা আক্তার নিঝুম, বেচে থাকা একমাত্র ভাই রুহুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোরশেদা বেগম প্রমূখ।
বক্তরা বলেন, গত ২৬ জানুয়ারী রুহুল জামিলকে হত্যা করে ঢাকা বাইপাস সড়কের বড়িবাড়ী এলাকায় লাশ ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। হত্যাকান্ডের দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ মামলার এজাহার ভুক্ত কোনো আসামিকে গ্রেফতার করছেনা। কর্মসূচি চলাকালীন রুহুল জামিলের মা রওশন বানু ও স্ত্রী সালমা নিঝুম কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্না দেখে কর্মসূচিতে অংশ নেওয়া কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।
রুহুল জামিলের মা রওশন বানু বলেন, আমার ছেলেকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের দেড় মাস অতিবাহিত হলেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
নিহতের স্ত্রী সালমা আক্তার নিঝুম জানান, আমার দুটি অবুঝ সন্তান তার বাপের কথা জানতে চায় তখন আমি কোনো উত্তর দিতে পারিনা। আমি এখন কি নিয়ে বাচঁব। এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তার স্বামী হত্যাকারীদের চিহিৃত করে গ্রেফতারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করনে তিনি।
হত্যাকান্ডের পরের দিন রুহুল জামিলের মা রওশন বানু তার ছেলের হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ওই এলাকার আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, রাশেল সরকার, আবুল কালাম, কুদরত আলী, লাল মিয়াকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রুহুল জামিল হত্যার মামলাটি এখন গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
Post a Comment
Facebook Disqus