দোকানির আহজারি


জহিরুল ইসলাম সিরাজ / বর্তমান বার্তা ডট কম / ১১ মার্চ ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের ইউনিয়নের হাড়িয়া বৈদ্য পাড়া গ্রামে গতকাল বুধবার দুপুরে বৈদ্যতিক  শর্টসার্কিট থেকে আগুন লেগে নুরুল হক নামে এক মুদি দোকান পুরে ছাই হয়ে যায় । এসময় নগদ অর্থ সহ প্রায় দশ লাখ টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয় । এলাকাবাসী জানায় বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান এন জি ও  থেকে প্রায় ৫ লাখ টাকা লোন নিয়ে দোকানের ব্যবসা করেন । নুরুল হক জানায় আমি গরিব মানুষ অনেক কষ্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে একটি দোকান তৈরী করে ব্যবসা করছি । দুপুরে দোকানের জন্য মালামাল কিনে দোকানের পাশে বাসায় খাবার খেতে যাই। হঠাৎ দোকানে আগুন দেখে এলাকার লোকজন এসে আগুন নেভাতে চেষ্টা করে কিন্তু ১৫/২০ মিনিটের মধ্যে মালামালসহ দোকানঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
দোকানের মালিক নুরুল হক আরও বলেন, ছেলে মেয়েদের নিয়ে  কষ্ট করে সংসার চালাই এখন  আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে, আমি এখন কি ভাবে চলব বলেই কান্নায় ভেঙ্গে পরে।


Post a Comment

Disqus