![]() |
| সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন |
বর্তমান বার্তা ডট কম /২৬ মার্চ ২০১৫ /৪৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোনারগাঁ বিজয় স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযোদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। এসময় উপস্থিত ছিলেন এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ও মহিলা নেত্রী ডালিয়া লিয়াকত, সেনারাগাঁ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভ’ঁঞা , উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার , মহিলা প্যানেল চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত এডোভোকেট সামসুল ইসলাম ভ’ঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ বাদশা, বীরশ্রেষ্ঠদের পরিবার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এর পর আমিনপুর মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। দুপুর ১২টার দিকে সোনারগাঁ উপজেলা প্রশাসানের আয়োজনে নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভ’ঁঞার সভাপতিত্বে সোনারগাঁ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। রাতে মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post a Comment
Facebook Disqus