বর্তমান বার্তা ডট কম / ০৩ এপ্রিল ২০১৫ / চীনে হাতির মতো দেখতে এক লোক অপারেশন করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। দেশটির হুনান প্রদেশের ৩৭ বছর বয়সি এ লোকের নাম হুঙ চুনচাই।
দ্যা টেলিগ্রাফ জানায়, হুঙ চুনচাইয়ের চেহারায় ২৫ কেজি ওজনের একটি টিউমার ছিলো। তিনি এটি নিয়েই চলাফেরা করতেন, খেতেন এবং ঘুমাতেন।
জানা গেছে সাত বছর বয়স থেকে তার চেহারায় এ টিউমার গজাতে থাকে। কিন্তু তার বাবা মা গরীব ছিলেন বলে ৩০ বছর ধরে এর চিকিৎসা করা সম্ভব হয়নি। এর আগে ২০০৭ সালে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ায় চীন সরকার তার অপারেশন করতে উদ্যোগী হয়।
দেশটির ফুদা ক্যান্সার হাসপাতালের ডাক্তাররা তার টিউমারের পূর্ণ অপারেশন করতে পারেন নি। তবে ২৫ কেজির মধ্যে ২১ কেজি সরিয়ে দিতে পেরেছেন। এতেই তার চলাফেরায় স্বস্তি এসেছে।

Post a Comment
Facebook Disqus