
বর্তমান বার্তা ডট কম / ০৩ এপ্রিল ২০১৫ / উড়ো ডাকে আসা চিঠির খামের একটি বাক্স খুলে অবাক হয়ে যান যুক্তরাষ্ট্রের গ্র্যানিট শহরের এক মহিলা। তিনি বাক্সটিতে একটি পাইথন সাপের বাচ্চা দেখতে পান।
আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফিড এক্সের মাধ্যমে তার কাছে এ বাক্সটি এসেছে বলে জানায় হাফিংটন পোস্ট।
কিন্তু মহিলা অভিযোগ করেন, তিনি কোথাও সাপের জন্য অর্ডার করেন নি। তার এ অভিযোগের প্রেক্ষিতে কুরিয়ার সংস্থাটিও তদন্ত করছে বলে জানা গেছে।
মহিলার কাছে যে সাপটি এসেছে, সেটিতে কোনো বিষাক্ত সাপ না। এটি ঘরে পোষার জন্য আদর্শ সাপ।
Post a Comment
Facebook Disqus