তিন বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা
বর্তমান বার্তা ডট কম / ২০ এপ্রিল ২০১৫ /নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা করেছে । গত রোববার রাতে গোয়ালদী এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষককে  আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ।
জানা গেছে, সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের মিলন ভূইয়ার বাড়ির ভাড়ায় থাকেন তিন বছরের শিশু কন্যাসহ তার মা, শিশুটির মা একজন গার্মেন্টস কর্মী। শিশু ধর্ষণের চেষ্টা কালে তৈয়ব আলী (৫০) নামে এক  পুলিশে সোপর্দ করেছে এলাকার লোকজন। রোববার রাতে শিশুটির মা  বাড়ি ফিরে তার শিশু কন্যাকে ঘরে রেখে ম্যাচ আনতে দোকানে যায়। এসময় শিশুটিকে ঘরে না পেয়ে তার মা এক পাশের বাড়িতে খোজ করতে গেলে ঐ বাড়ির একটি ঘরে শিশুটির কান্না শুনতে পায়। এসময় ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে তার শিশুটিকে তৈয়ব আলীর কোলে কান্নারত অবস্থায় দেখতে পায়। পরে শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে  এসে তাকে আটক করে সোনারগাঁও থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে গতকাল সোমবার একটি মামলা দায়ের করেন। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৈয়ব আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামী মো: তৈয়ব আলী লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার পশ্চিম দৈলজর গ্রামের মৃত: আছিম উদ্দিনের ছেলে। সে সোনারগাঁও পৌর সভার গোয়ালদী গ্রামের প্রকৌশলী মিজানের বাড়ির ভাড়াটিয়া।        


Post a Comment

Disqus