শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্যে মেঘনা নদীর মাছ মরে ভেসে উঠছে 
বর্তমান বার্তা ডট কম / ২০ এপ্রিল ২০১৫/  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে মেঘনা নদীর বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে। গত এক সপ্তাহ যাবত মেঘনা শিল্প এলাকার প্রতাপের চর থেকে মেঘনা পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত মেঘনা নদীর মাছ মরে ভেসে উঠছে। এ বিষাক্ত বর্জ্যে ওই এলাকার সাধারন মানুষের বিভিন্ন চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। তাছাড়া নদীতে গোসল ও প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করেতে পারছে না স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপের চর এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পাইপের মাধ্যমে মেঘনা নদীতে ফেলা হচ্ছে। ফলে ওই এলাকায় গত এক সপ্তাহ ধরে মেঘনা নদীর বিভিন্ন এলাকা জুড়ে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠছে। ভেসে উঠা মাছ সংগ্রহ করা মাছ ওই এলাকার লোকজন স্থানীয় বাজারে বিক্রি করতে দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ, মেঘনা গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠান তাসমিন কেমিক্যাল কোম্পানী থেকে নির্গত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। ফলে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এছাড়া এ বর্জ্যে মেঘনা নদীর পানি ব্যবহারকারী লোকজন এলার্জি, চর্মসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। সোমবার সরেজমিনে গেলে দেখা যায়, মেঘনা প্রতাপের চর এলাকার শাহাজালাল পেপার মিলের পাশে মেঘনা নদীর বিভিন্ন স্থানে নারী- শিশু ও পুরুষরা চিংড়ি, রুই, কাতলা, বোয়ালসহ নানা প্রজাতির ছোট ছোট  পোনা মাছ দল বেঁধে সংগ্রহ করছেন এলাকাবাসী। মেঘনা প্রতাপের চর এলাকার কুদ্দুস মিয়া ও সালাউদ্দিন জানান, কয়েকদিন ধরে আমরা সকালে নদীর পারে ভেসে উঠা মাছ সংগ্রহ করছি। প্রতিদিন ৫-৭ কেজি করে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করছি। এ ব্যাপারে মেঘনা গ্র“পর ডিজিএম (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাস নদীতে বর্জ্য ফেলার বিষয়টি অস্বীকার করে জানান, এ বিষয়টি আমার জানা নেই। সোনারগাঁও সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান বলেন, দুষিত বর্জ্যে নদীর মাছ যেভাবে খবর পাচ্ছি এ ধারাবাহিকতা থাকলে নদীর পানি বিষাক্ত হওয়ার পাশাপাশি নদীর পাড়ের মানুষদের মধ্যে বিভিন্ন রোগবালাই মহামারি আকার ধারণ করবে। এ ব্যাপারে প্রশাসনের জরুরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মুুমিনুল হক জানান, মাছ মরার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি পরিবেশ অধিদপ্তরকে লিখিত ভাবে অবহিত করব। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভুঞা জানান, এ ব্যাপারে আমি নিজে তদন্ত করে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।


Post a Comment

Disqus