হীরালাল বাদশা/ বর্তমান বার্তা ডট কম/ ২১এপ্রিল ২০১৫ / সনমান্দি হাসান খাঁন উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটির নির্বাচন আগামী কাল ২২ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বদীতা করবেন ৬জন প্রার্থী।
তারা হলেন, ওফায়েজ সরকার, আনোয়ার হোসেন, বশির আহম্মেদ, আলী আকবর, মোছলে উদ্দিন ও আবুল হোসেন। নির্বাচনে হাসান খাঁন উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ভোট দিয়ে প্রার্থীদেরকে নির্বাচিত করবেন।

Post a Comment
Facebook Disqus