দীপক সূত্র ধর /বর্তমান বার্তা ডট কম / ১৯ এপ্রিল ২০১৫ /নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এলাহিনগর এলাকায় বরযাত্রীদের উপর হামলা চালিয়ে নগদ অর্থ মোবাইল সেটসহ স্বর্ণাঙ্কার লুটের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা অভিযোগ দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ১৭এপ্রিল শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার পিরোজপুর ইউপির রতনপুর গ্রামের বরজাহান আলীর শ্যালকের বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার পথে সাবদি গুদারাঘাট এলাকায় ব্যাটারী চালিত অটো রিকশা চালকদের সঙ্গে বরযাত্রীদের কথাকাটা কাটি হয়। এরই জের ধরে ওই দিনই সন্ধ্যা ৬ টার দিকে বিয়ের অনুষ্ঠিান শেষে বাড়ি ফেরার পথে এলাহি নগর এলাকার জাহাঙ্গীর মেম্বারের ছেলে নিশাদের নেতৃত্বে আইয়াল, হারুন, আকাশসহ ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র রড ও লাঠিসোটা নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় আহত হয় হাসনারা,হিরা,নেকলেছসহ ৫ থেকে ৬ জন। এসময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা, ১টি মোবাইল সেট ও ৫ ভরি স্বর্ণাঙ্কারসহ প্রায় ২ লাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল লুটে নিয়ে যায়।
এঘটনায় রোববার রাতে মোঃ বরজাহান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Post a Comment
Facebook Disqus