শাহিরুর রহমান / বর্তমান বার্তা ডট কম / ১৯ এপ্রিল ২০১৫/
নারায়গঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে রোববার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, মোঃ আলম ১৮এপ্রিল বিকেল ৫ টার দিকে  মোটর সাইকেল দিয়ে উপজেলার মহজমপুর থেকে রূপগঞ্জ যাওয়ার পথে যোগীপাড়া এলাকায় পৌছলে ওই এলাকার আব্দল রউফের ছেলে আজিম ও আলমগীরের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী আলমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার কাছ থেকে  নগদ ১ লাখ নিয়ে যায়। পরে তার চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । এঘটনায় আলম বাদি হয়ে একটি মামলা করেন।

Post a Comment

Disqus