বর্তমান বার্তা ডট কম / ২৯ এপ্রিল ২০১৫ / শাহাবুদ্দিন ওরফে কালা চাঁন (৫০) নামে মারামারি মামলার এজাহার নামিও আসামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। দুপুরে বন্দর থানার মদনগঞ্জস্থ লক্ষারচর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যার মামলা নং- ২৭(৪)১৫ মারামারি মামলার আসামী শাহাবুদ্দিন ওরফে কালা চাঁন বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর দক্ষিনপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে। উক্ত মামলায় গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।বন্দরে মারামারি মামলায় গ্রেপ্তার-১
বর্তমান বার্তা ডট কম / ২৯ এপ্রিল ২০১৫ / শাহাবুদ্দিন ওরফে কালা চাঁন (৫০) নামে মারামারি মামলার এজাহার নামিও আসামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। দুপুরে বন্দর থানার মদনগঞ্জস্থ লক্ষারচর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যার মামলা নং- ২৭(৪)১৫ মারামারি মামলার আসামী শাহাবুদ্দিন ওরফে কালা চাঁন বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর দক্ষিনপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে। উক্ত মামলায় গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Post a Comment
Facebook Disqus