বতর্মান বার্তা ডট কম / ২৯ এপ্রিল ২০১৫/  ঢাকা চট্রগ্রাম মহা সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ  শপিং কমপ্লেক্সেরে নামে একটি মার্কেটের  পাশ থেকে  গত সোমবার বিকেলে এক কলেজ ছাত্রীকে  অপহরন করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।   এ
   মামলার এজাহার সূত্রে জানা জায়, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার সোনারগাঁ শপিং কমপ্লেক্সের  পাশ  থেকে  সোমবার বিকালে কলেজ থেকে ফেরার পথে একটি সাদা মাইক্রোবাসে করে সামছুল হক খান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর  ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরো উল্লেখ করেন মোগড়াপাড়া ইউপির কাবিরগঞ্জ গ্রামে নাজমুল হাসান বাবু নামের এক বখাটে তার কলেজ পড়ুয়া মেয়েকে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো ও বিভিন্নভাবে তার মেয়েকে কুপ্রস্তাব দিতেন। এতে সে রাজী না হওয়ায় গত সোমবার বিকেলে সে তার সহযোগিদের নিয়ে  তাকে অপহরন করেন। এ ঘটনায় ছাত্রীর বাবা নাজমুল তার বাবা নুরুল হক, মাহাবুব  ও মলিকে আসামী করে মঙ্গলবার  একটি অপহরন মামলা করেন।
ঘটনায়  ছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। অপহরণকৃত  সোনারগাঁয়ে সামছুল হক খাঁন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী

Post a Comment

Disqus