বর্তমান বার্তা ডট কম / ৩০ এপ্রিল ২০১৫ / নাসিক ২৩ নং ওয়ার্ড কার্যালয়ে গত বুধবার বিকেলে অস্বচ্ছল প্রতিবন্দিদের ভাতা প্রদান করা হয়েছে। ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান ১০ জন প্রতিবন্দীকে ৩ হাজার টাকা করে ভাতা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আঃ সামাদ প্রধান, জুয়েল, শরীফ হোসেন, আসলাম, রানা প্রধান, অনিক তালুকদার তপু প্রমুখ।

Post a Comment

Disqus