বরতমান বারতা ডট কম/ ৩০ এপ্রিল ২০১৫ / 
র‌্যাব ১১ সদর কোম্পানী আদমজীনগর অভিযান চালিয়ে ৮৫ লিটার চোলাই মদসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যা ৬টায় বন্দর থানার একরামপুর সুইপার কলোনীর সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। চোলাই মদ উদ্ধারের ঘটনায় র‌্যাব ১১ সদর কোম্পানী আদমজীনগরের ডিএডি রুহুল আমিন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে যার মামলা নং- ৩৭(৪)১৫। ধৃতরা হল লালমনির হাট জেলার আদিতমারি থানার ভাদাই এলাকার মৃত কান্দুর শেখের ছেলে আবু বক্কর (৪০) বন্দর থানার তাজপুর এলাকার মৃত পনি ভ’ষন পালের ছেলে নিতাই পাল (৫০) ও সোনারগাঁ এলাকার মৃত গোলাম হোসেন মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০)। ধৃতদের উক্ত মাদক মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment

Disqus