গাজী রিপন / ৩ মে ২০১৫ / নারায়গঞ্জের চঁাঁদার দাবীতে নারায়গঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় গত শনিবার সন্ধ্যায় রনি (১৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ীকে সোনারগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপাওে ব্যবসায়ীর পিতা মজিবুর রহমান রাতে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানাগেছে, বৈদ্যেরবাজার এলাকার স্থানীয় সন্ত্রাসী রাকিব ব্যবসায়ী রনির ইট-বালুর গদিতে এসে মোটা অংকের চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসী রাকিবের নেতৃত্বে শাহজালাল, বাবু, পরশ, মৃদুলসহ ১২/১৪ জন সন্ত্রাসী গত শনিবার সন্ধ্যায় দলবল নিয়ে মেঘনা নদীর মেনিখালী খালে ব্যবসায়ীকে তার বালুর বোট থেকে ডেকে এনে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। সন্ত্রাসী হামলায় রনির পান হাত, ডান পা, বুকে ও পিঠে মারাত্বক জখম হয়। আহত রনিকে সোনারগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ব্যবসায়ীর পিতা রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।
সোনারগঁাঁ থানার অফিসার্স ইনচাজ (ওসি) কামরুল ইসলাম জানান, ব্যবসায়ীকে হামলার ঘটনায় জিডি নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতাওে পুলিশ অভিযান শুরু করেছে।
  


Post a Comment

Disqus