'সিন্ডেরেলা' ও 'কিংসম্যান' পার করেছে সারাবিশ্বের বক্স অফিসে ৩০০ মিলিয়ন
বর্তমান বার্তা ডট কম / ০১ এপ্রিল ২০১৫ ।  সিন্ডেরেলা' বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় মুক্তি দেয়ার পর সারাবিশ্ব থেকে মুভিটি এখন পর্যন্ত ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। 

ডিজনির লাইভ অ্যাকশন ক্লাসিক এনিমেশন মুভি ‘সিন্ডেরেলা’ স্পেন, যুক্তরাজ্য, ব্রাজিল, ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতে মুক্তির পর ৩৮.৭ মিলিয়ন ডলার আয় করেছে। এটি রুপকথার সেই দুঃখী মেয়ের গল্প যে এক রাজকুমারের মন জয় করেছিল। 

কিন্তু সে তার জুতা হারিয়ে সংকটে পরে যায়। চীনে ডিজনির লাইভ অ্যাকশন এনিমেশন মুভির মধ্যে এই মুভিটি ৬৫.১ মিলিয়ন আয় করে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির দ্বিতীয় সর্বচ্চ আয়কৃত মুভির মর্যাদা পেয়েছে। ‘সিন্ডেরেলা’ সারাবিশ্বে এখন পর্যন্ত ৩৩৬.২ মিলিয়ন ডলার আয় করেছে। 

'দ্যা ডাইভারজেন্ট সিরিজঃ ইন্সারজেন্ট' মুক্তির দ্বিতীয় সপ্তাহে ২৯.৯ মিলিয়ন ডলার আয় করে ভালো ব্যবসা করে যাচ্ছে। লায়ন্সগেটের তথ্যমতে সিরিজের দ্বিতীয় মুভি 'ইন্সারজেন্ট' বিশ্বের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রথম মুভি 'ডাইভারজেন্ট' এর চেয়ে ভালো ব্যবসা করে যাচ্ছে।
ফ্রান্সে 'ইন্সারজেন্ট', 'ডাইভারজেন্ট' এর চেয়ে ৪০% বেশি ব্যবসা করেছে, এটি যুক্তরাজ্যে ২৫%, ব্রাজিলে ৭৬% এবং মেক্সিকোতে ২৯% বেশি ব্যবসা করেছে। ইন্সারজেন্ট' সারাবিশ্বে এখন পর্যন্ত ১৮০.১ মিলিয়ন ডলার আয় করেছে, যেখানে সিরিজের প্রথম মুভি 'ডাইভারজেন্ট' সারাবিশ্বে ২৮৮.৭ মিলিয়ন ডলার আয় করতে পেরেছিল।

'কিংসম্যানঃ দ্যা সিক্রেট সার্ভিস' সারাবিশ্বে এখন পর্যন্ত ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এটি চীনে ২০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। 

সপ্তাহের শেষে স্থানীও বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এনিমেশন মুভি ‘হোম’। ৬৪ টি থিয়েটার থেকে এটি ২৪ মিলিয়ন ডলার আয় করেছে এবং সারাবিশ্বে সব মিলিয়ে ১০২.২ মিলিয়ন ডলার আয় করেছে এনিমেশন মুভি ‘হোম’।

Post a Comment

Disqus