শাহাজালাল  / বরতমানবারতা ডট কম / ৬ এপ্রিল ২০১৫ / নারায়ণগঞ্জের  নবাব সলিমুল্লাহ রোডের ডন চেম্বার এলাকায় সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে হরতাল সমর্থককারীরা আনন্দ পরিবহণের (নারায়ণগঞ্জ-ব-১১-০০৮৮ ) একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এসময় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  ইমতাজ হোসেনের নেতৃত্বে হরতাল সমর্থককারীরা আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে দেওয়া আগুন নিয়ন্ত্রনে আনার কাজ করেন।

Post a Comment

Disqus