গ্রেফতার কৃত ৬ ডাকাত
 মোজাম্মেল /বরতমান বারতা ডট কম / ৬ এপ্রিল ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে গত ৩০ মার্চ রাতে ডাকাতি হওয়া ৩শ’২০ বস্তা চালের মধ্যে ১শ ৩১ বস্তা চাল উদ্ধার ও জড়িত থাকার অভিযোগে রোববার রাতে ৬ ডাকাতকে ঢাকার কামরাঙ্গিচর এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতেরা হলো, ইয়াকুব, আলমগীর হোসেন, রুহুল আমিন ফরাজী, আবু মুছা হাওলাদার, রেজাউল করিম আজগর ও জানে আলম।
এ সময় ডাকাতদের কাছ থেকে মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
ব্যবসায়ী হারুন অর রশীদ জানান, গত ৩০  মার্চ রাতে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে অবস্থিত নিয়ন রাইজ এজেন্সি থেকে নাইট গার্ডকে হাত-পা বেধে দোকানের শার্টারের তালা ভেঙ্গে  ১৫-২০ জনের একদল ডাকাত ৩শ ২০ বস্তা চাল নিয়ে যায় ওই ঘটনায় ওইদিনই তিনি নিজে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

Disqus