
ফারুক হাসান /বরতমান বারতা ডট কম / ৬ এপ্রিল ২০১৫ / সোনারগাঁয়ে কাঁচপুর এলাকা থেকে অপহরনের ৬দিন পর ব্যবসায়ী ইকবাল খানের অর্ধগলিত লাশ গতকাল সোমবার সকাল ৯টার দিকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের স্ত্রী কহিনুর আক্তার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আলাউদ্দিন, জলিল, শান্তা ও জয়নব খাতুন নামে মহিলাসহ ৪ জনকে আটক করেছে। নিহত ইকবাল খান কাঁচপুর পশ্চিম বেহাকৈর গ্রামের খান বাহাদুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পশ্চিম বেহাকৈর চন্ডিতলা এলাকার একটি পুকুরে ব্যবসায়ী ইকবাল খানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকেঅর্ধগলিত লাশটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে নিহতের স্ত্রী কোহিনুর জানান, গত বুধবার আমার স্বামী অপহরন হন। আমি পরের দিন বৃহস্পতিবার থানায় গিয়ে একটি অভিযোগ করলে পুলিশ তা জিডি হিসেবে নথিভূক্ত করে। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে ঘটনার ৪ দিন পর শনিবার সন্ধ্যায় থানায় অপহরনের মামলা নেয়া হয়। তিনি আরো জানান, পুলিশ যদি তৎপর হতো তাহলে আমার স্বামীর মৃত মুখ দেখতে হতো না।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ব্যবসায়ী ইকবাল খান নিজ বাড়ি পশ্চিম বেহাকৈর গ্রাম থেকে দুপুরের খাবার খেয়ে কাঁচপুর সোনাপুর তমিজউদ্দিন সুপার মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। এরপর দুর্বৃত্তরা তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান রাত সাড়ে ১২ টার দিকে তাকে অপহরন করে নিয়ে যায়। পরে রাতে মোবাইল ফোনে তার স্ত্রী কোহিনুর আক্তারের কাছে অপহরনকারিরা এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করলে অপহরনকারিদের ৩০ হাজার টাকা দেয়া হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারিদের আত্মীয় স্বজন ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
Post a Comment
Facebook Disqus