দীপক সূত্র ধর /বরতমান বারতা ডট কম / ৬এপ্রিল ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজিরন ভবন পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩  সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা । পরিদশরন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবাল, সহকারি অফিসার প্রিন্সেস হাফেজা জামাল হেলালী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, সাংবাদিক আল আমীন তুষার, বর্তমানবার্তা ডট কম এর সম্পাদক জহিরুল ইসলাম সিরাজ, হাসান মাহম্মুদ রিপন,আবু বক্কর, মিজানুর রহমান মামুন, নজরুল ইসলাম শুভ প্রমুখ

Post a Comment

Disqus