মোঃ শাহ্ জালাল মিয়া / বর্তমান বার্তা ডট কম / ০৫ এপ্রিল ২০১৫ /
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগড়াপারা চৌরাস্তা হাজ্বী জালাল টাওয়ারে গতকাল সন্ধায় এক অনারম্বর পরিবেষে এক ঝাক তরুণ মেধাবী ও শিক্ষানুরাগীর উদ্যোগে একটি শিক্ষাউন্নয়ন মূলক সংগঠন সোনারগাঁ এডুকেশন সোসাইটি নামে আত্ম প্রকাশ করলো।

সোসাইটির পরিচালনায় যারা নির্বাচিত হন -সভাপতি আবু সাইদ (ব্যাংকার), সহ-সভাপতি মোঃ শাহ্ জালাল মিয়া (সাংবাদিক) ও মহিউদ্দিন মামুন (ছাত্র), সাধারন সম্পাদক তুহিন মাহামুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র), যুগ্ম সাধারন সম্পাদক মওদুদ আহমেদ (শিক্ষক), অর্থ সম্পাদক খাইরুল ইসলাম কাজল (ছাত্র), সহকারি অর্থ সম্পাদক মিজানুর রহমান (শিক্ষক), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেকান্দার আলী (শিক্ষক) ও মুশাহিদ দেওয়ান (কম্পিউটার ইঞ্জিনিয়ার)।

এসইএস এর সভাপতি আবু সাঈদ সোনারগাঁ বার্তা ২৪ ডট কমকে জানায় সোনারগাঁয়ে মানসম্মত শিক্ষার প্রসার, আর্থিক উন্নতি, সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ, ও মানুষের উন্নয়ন ও সহানুভূতি জাগরণ আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য। আমরা সোনারগাঁয়ে একটি নটরডেমের মতো কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি।

Post a Comment

Disqus