বরতমানবারতা ডট কম / ৫ এপ্রিল ২০১৫/ সাজ্জাদের হোসেন নামে এক অটোচালক খুনিদের ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেমেঘনাঘাট অটোচালকরা।রবিবার দুপুরেমেঘনা শিল্পাঞ্চলঢাকা-চট্টগ্রামমহাসড়কের মেঘনাটোলপ্লাজা এলাকায় এ মানববন্ধন ওবিক্ষোভ করেন।মানববন্ধন ও বিক্ষোভ শেষে অটোচালকবক্তরা অবিলম্ভেসাজ্জাদের খুনিদেরকে বের করে দৃষ্টান্তমূলকশাস্তি দাবীকরেন।
উল্লেখ্য, গত ২২ই মার্চ মেঘনাঘাটএলাকা থেকেযাত্রীসেজে অটোচালক সাজ্জাদকে গাড়ীসহ অপহরণকারীঅপহরণ করে।অপহরনের ২দিন পরকুমিল্লা জেলারদাউদকান্দি থানার গোরীপুর এলাকা থেকেঅটোচালক সাজ্জাদেরলাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাজ্জাদের খুনিদের
উল্লেখ্য, গত ২২ই মার্চ মেঘনাঘাটএলাকা থেকেযাত্রীসেজে অটোচালক সাজ্জাদকে গাড়ীসহ অপহরণকারীঅপহরণ করে।অপহরনের ২দিন পরকুমিল্লা জেলারদাউদকান্দি থানার গোরীপুর এলাকা থেকেঅটোচালক সাজ্জাদেরলাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাজ্জাদের খুনিদের

Post a Comment
Facebook Disqus