বরতমানবারতা ডট কম / ৫ েএপ্রিল ২০১৫/সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী নারী উন্নয়নের জন্য তাদের মধ্যে কম্পিউটার কর্মশালার আয়োজনকরেছেন । রবিবার থেকে ১৫ দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। এই করমশালায় অংশগহণ করেন ৪০জন নারী। রাজু আইটিপ্রকল্প বাস্বায়নের মালিকআক্তারুজ্জামানেরসভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা আবুনাছের ভূঁইয়া। লার্নিং এন্ডআরর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প ইউনিয়নপর্যায়ে মহিলাদের জন্যবেসিক আইটি ওআইসিটি রিটারেরী বিষয়ে প্রশিক্ষণ দেন ১৫ দিন ।
Post a Comment
Facebook Disqus